প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:52 AM
আপডেট: Sat, Dec 6, 2025 11:33 AM

হাভালের মাসব্যাপী সার্ভিস ক্যাম্পেইন

আসাদুল হক: লাক্সারি এসইউভি ব্র্যান্ড, হাভাল পঞ্চম গ্লোবাল সার্ভিস ক্যাম্পেইন শুরু করেছে। বাংলাদেশে হাভাল এসইউভি এর একমাত্র পরিবেশক এইস অটোস এবং তার সহপ্রতিষ্ঠান এইস ওয়ার্কশপ এর যৌথ প্রচেষ্টায় এই ক্যাম্পেইন সম্পন্ন হচ্ছে? দেশজুড়ে সার্ভিস ক্যাম্পেইন ১৫ ডিসেম্বর শুরু হয়ে ১৫ জানুয়ারী, পর্যন্ত চলবে। 

ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহীসহ বিভিন্ন স্থানে এই ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। সার্ভিস ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে সকল হাভাল ও এডগ গাড়ি ব্যবহারকারী পাচ্ছেন হাই-টেক স্ক্যানার দ্বারা ফ্রি গাড়ির চেকআপ, সার্ভিস চার্জে ১০% ছাড় এবং প্রথম ২০০ জন পাচ্ছেন ফ্রি এসি ফিল্টার। 

গ্রাহকরা এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদের গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ সম্পর্কেও জানতে পারছেন। শনিবার রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত এইস ওয়ার্কশপে সার্ভিস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপস নেদারল্যান্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আব্দুল গফফার, সরকারী যানবাহন অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর হোসেন চৌধূরী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনসহ অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ।